MP3JOSS

এই কূলে আমি আর ঐ কূলে তুমি 🎤 মান্না দে (with lyrics)

এই কূলে আমি আর ঐ কূলে তুমি 🎤 মান্না দে (with lyrics)

Choose Download Format

Download MP3 Download MP4

Details

Titleএই কূলে আমি আর ঐ কূলে তুমি 🎤 মান্না দে (with lyrics)
AuthorTahmina Haque
Duration3:06
File FormatMP3 / MP4
Original URL https://youtube.com/watch?v=Orhp8DIIyn0

Description

গীতিকার : বঙ্কিম ঘোষ
সুরকার : মান্না দে
🎤 মান্না দে
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দু'টি পাখি দু'টি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়
দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়
দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে
দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

🎧 Just For You

🎵 That's So True - Gracie Abrams 🎵 Catch These Fists - Wet Leg 🎵 What I Want - Morgan Wallen Feat. Tate… 🎵 Pink Pony Club - Chappell Roan 🎵 Jump - Blackpink 🎵 Anxiety - Doechii 🎵 All The Way - Bigxthaplug Feat. Bailey… 🎵 Show Me Love - Wizthemc, Bees & Honey 🎵 Dont Stop Believin - Journey 🎵 30 For 30 - Sza & Kendrick Lamar 🎵 Good Luck, Babe! - Chappell Roan 🎵 Die With A Smile - Lady Gaga & Bruno Mars