Aha Pother Prante আহা পথের প্রান্তে ওই (Bengali adaptation of Jamaica Farewell) By Ranjan Prasad

Details
Title | Aha Pother Prante আহা পথের প্রান্তে ওই (Bengali adaptation of Jamaica Farewell) By Ranjan Prasad |
Author | Dipankar Sinha |
Duration | 4:50 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=dwzW7Ah10Og |
Description
I am not the owner of the audio. Only the video has been prepared by me and uploaded for bringing this song to more viewers.
কথা ও কন্ঠ:: রঞ্জন প্রসাদ
সুর :: প্রচলিত (জামাইকা)
রঞ্জন প্রসাদ। এই নামেই আপনারা অনেকেই তাঁকে চেনেন। তাঁর আসল নাম 'প্রসাদ রঞ্জন দাস'। আমি তাঁকে প্রথম দেখেছি শিবপুরে, কলজের বিভাগে। আমি তখন শিবপুরে স্থাপত্য বিভাগের ছাত্র। তিনি আমাদের বিভাগের প্রাক্তন ছাত্র। তখন পি ডব্লিউ ডি-তে দ্বয়িত্বশীল পদে ছিলেন। পরে পশ্চিমবঙ্গ সরকারের 'মুখ্য স্থপতি' হিসাবে অবসর গ্রহণ করেন। আমাদের বিভাগের ছাত্রদের মধ্যে থেকে অনেক গুণী শিল্পী উঠে এসেছেন। যার মধ্যে আরো আগের ছাত্র অরুনেশ দাস (মহীনের ঘোড়াগুলি-খ্যাত) কে অনেকেই চেনেন। আর আমার সহপাঠী গৌতম বরণ অধিকারী-ও আছে। কলেজে, বিশেষ করে আমাদের বিভাগে গানের একটা চর্চা চলে আসছে দীর্ঘদিন ধরে। তার মধ্যে প্যারোডি গানই বলুন আর ধ্রুপদী গান, আধুনিক গান ও নিজেদের লেখা গানই বলুন। নিজেদের লেখা অনেক গানই কথায় ও সুরে ছিল উচ্চমানের। আজও ছাত্রদের মুখে মুখে দাদাদের বা নিজেদের কারো তৈরী গান ফেরে। প্রসাদ-দা-র গান প্রথম শুনি আমাদের বিভাগের মিলন-উত্সবে। তার পরে আমাদেরই সংশপ্তক শিল্পীচক্রের উদ্যোগে ১৯৭০- দশকের মধ্যভাগে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। তারপরে নানা অনুষ্ঠানে, সভায় এমনকি পথ সভায়ও দেশ বিদেশের গান, গণসঙ্গীত নিয়ে।
তাঁর অনেকগুলি জনপ্রিয় গানের মধ্যে হ্যারী বেলাফন্টে গীত 'জামাইকা ফেয়ারওয়েল" অবলম্বনে সৃষ্টি এই গানটি হয়ত সব থেকে জনপ্রিয়। সেটাই প্রথমে আপনাদের সাথে ভাগ করে নিলাম।