Amay proshno kore nil dhrubo tara | srikanto acharya (Geet Mala)

Details
Title | Amay proshno kore nil dhrubo tara | srikanto acharya (Geet Mala) |
Author | Geet Mala |
Duration | 3:35 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=mAlW7Z9W0u0 |
Description
Amay proshno kore nil dhrubo tara
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রব দিশাহারা
রব দিশাহারা
জবাব কিছুই তার
দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা
এ জীবন সারা
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রব দিশাহারা
রব দিশাহারা
কারা যেন ভালবেসে
আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই
নিভে গিয়েছিলো
কারা যেন ভালবেসে
আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই
নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে
ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি
আমি তুমি হারা
আমি তুমিহারা
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রব দিশাহারা
রব দিশাহারা
আমি পথ খুঁজি নাকো
পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে
না বুঝে তা বোঝে
আমি পথ খুঁজি নাকো
পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে
না বুঝে তা বোঝে
আমার চতুরপাশে সব
কিছু যায় আসে
আমি শুধু তুষারিত
গতিহীন ধারা
গতিহীন ধারা
আমায় প্রশ্ন করে
নীল ধ্রুবতারা
আর কত কাল
আমি রবো দিশাহারা
রবো দিশাহারা