MP3JOSS

Ami Shunechi Sedin Tumi Karaoke|আমি শুনেছি সেদিন | মৌসুমি ভৌমিক | 3G Karaoke

Ami Shunechi Sedin Tumi Karaoke|আমি শুনেছি সেদিন | মৌসুমি ভৌমিক | 3G Karaoke

Choose Download Format

Download MP3 Download MP4

Details

TitleAmi Shunechi Sedin Tumi Karaoke|আমি শুনেছি সেদিন | মৌসুমি ভৌমিক | 3G Karaoke
Author3G Bangla Karaoke
Duration4:20
File FormatMP3 / MP4
Original URL https://youtube.com/watch?v=TdITf4mEtUg

Description

Song : Ami Shunechi Sedin Tumi
Album : Amar Kichu Kotha Chilo
Singer: Moushumi Bhowmik
Lyrics:
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি
লোনাবালি তীর ধরে
বহুদুর বহুদুর
হেঁটে এসেছ
আমি কখনও যাই নি জলে
কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ
ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি
সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়
বল নেবে তো আমায়
●●●

আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে
তোমরা সদল বলে
সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি
অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা,
কথা তুলেছিলে কেন
শুধু শুধু ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা
নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব
কোথায় গিয়ে
বল কোথায় গিয়ে

●●●
আমি শুনেছি তোমরা নাকি
এখনও স্বপ্ন দেখ
এখনও গল্প লেখ
গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা
এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা
এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই
মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে
দু হাত পেতেছি
আমি দু চোখের গাঁও ভরে
শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন
স্বপ্ন দেখি না তাই
স্বপ্ন দেখবো বলে
আমি দু চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে
আমি দু হাত পেতেছি
হুম........
হুম........

Please subscribe to our YouTube channel
For more Bangla karaoke.
#3gbanglakaraoke #banglasong #banglakaraoke

🎧 Just For You

🎵 Ordinary - Alex Warren 🎵 Daisies (If Duplicate, Skip) 🎵 Someone Like You - Adele 🎵 Price Tag - Jessie J Feat. B.o.b 🎵 Just The Way You Are - Bruno Mars 🎵 Headphones On - Addison Rae 🎵 Wasted Love - Austria (Eurovision) 🎵 End Of The World - Miley Cyrus 🎵 Show Me Love - Wizthemc, Bees & Honey 🎵 Golden - Huntr/X, Ejae, Audrey Nuna, Rei… 🎵 Moves Like Jagger - Maroon 5 Feat… 🎵 Roar - Katy Perry